If you have a valuable domain, it is equivalent to having a building or a flat or land, or gold, diamonds. If you want to know this topic, you have to do graduation on domain investment.
🔴এই সেক্টরে কাজ করার জন্য যে সকল টুলস এর সাথে আপনার পরিচিত হওয়া দরকার সে টুলস এর ব্যবহার জানতে হয়ত দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ ৬ মাস সময় লাগতে পারে , এটি আপনার ওপর নির্ভর করবে। একটি ডোমেইনের প্রকৃত মূল্য বুঝতে, যেমন : একটি ডোমেইন কেন বাইয়ার আপনার থেকে এত দাম দিয়ে ক্রয় করবে, সেই ডোমেইন মূলত কোন কাজে ব্যবহার হবে এবং সেটির মার্কেটপ্লেস এর লিস্টিং করার সময় কত দাম দিয়ে রাখবেন ইত্যাদি সহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝতে, শিখতে এবং জানতে মোটামুটি আপনার তিন থেকে চার বছর কমবেশি সময় প্রয়োজন হবে, এটিও আপনার উপর নির্ভর করবে। সর্ব প্রথম ধৈর্য, দ্বিতীয়তঃ গবেষণা এবং তৃতীয়তঃ দক্ষতা এই তিনটি বিষয়ে আপনার মধ্যে থাকতে হবে একজন ডেমেইন ইনভেস্টর হওয়ার জন্য।
🔴একজন রোগী তার অসুস্থতার জন্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে গেলো, ডাক্তার তাকে চেকআপ করে কিছু ঔষধ প্রেসক্রিপশন করে দিলো। এখন রোগী কি ডাক্তার কে প্রশ্ন করতে পারে যে আপনি আমাকে অমূক ঔষধ , তমূক ওষধ কেনো দিলেন, কেনো এত এমজি/পাওয়ার ঔষধ দিলেন? এই প্রশ্নটি করা কি আদৌ যোক্তিক হবে? নিশ্চয় না। কারণ ডাক্তার তার এই বিষয়ে পড়াশোনা করে তার অর্জিত জ্ঞান থেকেই আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, যেটি সেবন করে আপনি এখন সুস্থ।
ঠিক তেমনি একজন ডোমেইন ইনভেস্টরস কে কোনো সাধারন মানুষ প্রশ্ন করতে পারে না, এই ডোমেইন বা শব্দটি এত লাখ বা এত কোটি টাকা কেনো/কেমনে বিক্রয় হলো, কেনই বা বাইয়ার কয়েক কোটি টাকা দিয়ে সেটি কিনলো? নিশ্চয় আপনার প্রশ্ন টি করা অযৌক্তিক। কেননা যিনি ডোমেইন ইনভেস্টরস বা ডোমেইনার তিনি এই বিষয়ে কয়একটি / ৪/৫ বছর পড়াশোনা করে, একটি দীর্ঘ সময় প্র্যাকটিস করার পর তবেই একজন দক্ষ ডোমেইন ইনভেস্টরস হয়েছেন।
একটি ডোমেইনের প্রকৃত মূল্য বুঝতে, যেমন : একটি ডোমেইন কেন বাইয়ার আপনার থেকে এত দাম দিয়ে ক্রয় করবে, সেই ডোমেইন মূলত কোন কাজে ব্যবহার হবে এবং সেটির মার্কেটপ্লেস এর লিস্টিং করার সময় কত দাম দিয়ে রাখবেন ইত্যাদি সহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝতে, শিখতে এবং জানতে মোটামুটি আপনার তিন থেকে চার বছর কমবেশি সময় প্রয়োজন হবে, এটিও আপনার উপর নির্ভর করবে।
সর্ব প্রথম ধৈর্য্য, দ্বিতীয়তঃ গবেষণা এবং তৃতীয়তঃ দক্ষতা এই তিনটি বিষয়ে আপনার মধ্যে থাকতে হবে একজন ডেমেইন ইনভেস্টর হওয়ার জন্য। তাই তিনিই বুঝতে পারেন কোন ডোমেইনটি মূল্যবান / মহা রত্ন, বা কোনো ডোমেইনটি মূল্যহীন। কোনো ডোমেইনটি আগামীতে কয়েক কোটি টাকা বিক্রয় হবার সম্ভবনা রয়েছে বা কোন ডোমেইনটি তেমন সম্ভবনা নায়। আশা করছি বিষয়টির সম্পর্কে পরিস্কার একটি ধারনা পেয়েছেন। একটি মূল্যবান ডোমেইন থাকা মানে আপনার কাছে একটি মূল্যবান জমি থাকা বা তার অনুরূপ কোন সম্পত্তি থাকার সমান ।
Dhaka Branch
Fakirapool,
Box Culvert Road,
Motijheel, Dhaka-1000
Chittagong Branch
W/E-11, Ferozshah (4207),
A K Khan Moor,
Akborshah Thana ,
Chittagong. Bangladesh.
Phone: 01704845034
Whats App: 01911268807
Gmail: builtdomain@gmail.com
Website: https://www.builtdomain.com
Facebook: https://www.facebook.com/BuiltDomain
Linkedin: https://www.linkedin.com/in/builtdomain/
Business E-mail: contact@builtdomain.com
ICANN / Headquarters
The Internet Corporation for Assigned Names and Numbers.
Los Angeles, California, United States.
12025 Waterfront Drive, Suite 300 Los Angeles, CA 90094 US.
Power By The Internet Corporation for Assigned Names and Numbers. (ICANN)