Be the best at any skill. Maybe the best in the world, or the best in the country, or the best in the department, or the best in the district
কতটুক বাঁচবেন!
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!
খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!
একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?
ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!
পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!
চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!!
হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।
আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।
টমাস আলভা এডিসন কতবার বাল্ব বানানোর চেষ্টা করেছিলেন?
টমাস আলভা এডিসন কতবার বাল্ব বানানোর ১০ হাজার বার ব্যর্থ হয়েও না থেমে চেষ্টা করেছিলেন । বলা হয়ে থাকে দশ হাজার বার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে পরবর্তীতে ১০ হাজার একবারে তিনি সফল হয়েছিলেন ।
স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের গল্প নিশ্চয়ই সবাই জানেন। রাজা ব্রুস ৬ বার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেও যখন বারবার পরাজিত হয়ে মাকড়সার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আবারো ইংরেজদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন, সপ্তম বারের চেষ্টায় তিনি বানুকবার্নের যুদ্ধে জয়লাভ করেন এবং ইতিহাসের পাতায় জায়গা করে নেন।
ধানের চারা রোপণ করার ৩ মাস পর তার ফলন পাওয়া যায়। কিন্তু তা এক বারের জন্যই পাবেন।
কলা গাছ এর চারা রোপণ করার ৪/৫ মাস পর ফলন দেয়।
কলা গাছের ক্ষেত্রে আবার ভিন্ন, একবার কেটে ফেললে পরবর্তীতে আরেকটা জন্ম নেয় (পুল)তাতে এ দুই বার ফল পাওয়া যায়।
নারিকেল গাছের চারা রোপণ করার পর পাঁচ বছর এর মধ্যে ফল দেয়,
কিন্তু তা লম্বা সময় ধরে ফল দেয়, ১০-১২ বছর ১৫ বছরও দিতে থাকে।
মূল কথা হলো
আপনি যদি কোন বিষয়ের ফলাফল খুব তাড়াতাড়ি চান, ভোগ করবেন সীমিত সময়ের জন্য, আর আপনি যদি কোন কিছুর ফলাফল ভালো চান, তার পিছনে সময় ব্যয় করেন তার রেজাল্ট অনেকদিন ধরে আপনি পাবেন। এই রেজাল্ট আপনার আশা অনুপাত হবে এবং ফলপ্রসূ হবে।
যেমন কর্ম তেমন ফল
ছবিটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে ১৯৮৯তে। দেখতে রীতিমত ভয়ংকর, কুৎসিত,একটি চোখ অন্ধ। রঙ্গিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবচেয়ে কুৎসিৎ মেয়ে!
সবাই বলতো- আত্মহত্যা করতে, সবার থেকে লুকিয়ে থাকতে, মুখ ঢেকে রাখতে। কিন্তু সেইসব কিছু কানে না নিয়ে তখনই নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি।
প্রথমত-একজন সুবক্তা হওয়া। দ্বিতীয়ত-নিজের লেখা বই প্রকাশ করা। তৃতীয়ত-স্নাতক অর্জন করা। চতুর্থত-নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা।
সেই থেকেই গত সাত বছরে ২০০-র বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। কীভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়; বাধা, বিঘ্ন পেরিয়ে কীভাবে জীবনকে গ্রহণ করতে হয়; প্রতিকুল পৃথিবীতে ঘুরে দাঁড়াতে হয়; ভালোবাসতে হয়, এই সাত বছর ধরে সেই বিষয়ের ওপরই বক্তৃতা দিয়ে চলেছেন লিজি।
২০১০এ লিজি লিখে ফেলেন তার আত্মজীবনীমুলক বই '"Lizzie Beautiful'; ২০১২ সালে দ্বিতীয় বই 'Be Beautiful, Be You'-যা ব্যাপক সাড়া পায় বিশ্বে।
বইটির শুরুতে লিজি বলেন- 'এপিয়ারেন্স নয়; মানুষকে মূল্যায়ন করতে হবে অর্জিত গুন দিয়ে'। এই বছরই প্রকাশিত হতে চলেছে তার তৃতীয় বই।
TWITTER এ লিজির এক বন্ধু বলেছে- 'This young woman is a very good example of what it means to be truly beautiful' আরেক বন্ধু বলেছে- 'লিজি কুৎসিত নয়। কুৎসিত হল লিজিকে দেখার আমাদের চোখ'
লিজির মা বলেছেন- "I love Lizzie, I would be proud to be her mom"
অথচ সুস্থ, স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পেতে হতাশ হয়ে পড়ি। নিজের রুপ-চেহারা আমাদের ভোগায়। Fair & lovely, LUX'র বিজ্ঞাপন দেখে হীনমন্যতায় ভুগি! রঙ্গিন কর্পোরেট বিশ্বে নিজকে অসহায় ভাবি। ভাবি-চেহারায় সব!!
ভবিষ্যৎ কখনো রুপ দিয়ে সাজানো যায় না। যার যার কর্মই পারে ভবিষ্যৎ কে সাজাতে।
Read more
Quick Links:
🔴Home
🔴Live chat
🔴What,s App
🔴Skype
🔴Complaint
🔴Notice
🔴About us
🔴Founder & CEO
🔴Built Domain Holidays
🔴History
🔴Domain & Hosting Concultant Service
🔴Bank
🔴Office Staff
🔴Built Staff Loan
🔴Domain Sale history at big budgets
🔴Domain Sale history at small budgets
🔴Office Address
🔴Investor Profile
🔴Domain Information
🔴Contact us
🔴Logo
🔴ICANN
🔴Proposed Land
🔴Our Upcoming Service
🔴Recruitment of Investors
🔴Recruitment Notice
🔴Why we work as a team
🔴Artificial intelligent
🔴Domain Investor
🔴Built Domain Welfare Foundation (BDWF)
🔴Chittagong Blood Donate Foundation (CBDF)
🔴Built Domain Constitution
🔴Patience Research Skill
🔴Built Domain Purpose of Naming
🔴Co-Founder & Director
🔴Domain Graduate
🔴Top 100 Domain Name Sales
🔴Inspiration
🔴Sponsor
🔴Thinking Outside the box
🔴 Kabosu
🔴Legal Advisor & DI
🔴Remote Job
🔴Today News
🔴Built Agro
🔴Secure Internet
🔴Sister Concern Company
🔴Built Bkash Agent
Dhaka Branch
Fakirapool,
Box Culvert Road,
Motijheel, Dhaka-1000
Chittagong Branch
W/E-11, Ferozshah (4207),
A K Khan Moor,
Akborshah Thana ,
Chittagong. Bangladesh.
Phone & Whats App: 01911268807
Gmail: builtdomain@gmail.com
Website: https://www.builtdomain.com
Facebook: https://www.facebook.com/BuiltDomain
Linkedin: https://www.linkedin.com/in/builtdomain/
Business E-mail: contact@builtdomain.com
Built Agro Ltd.
Sister Concern Company
Contact
Mail: builtagro@outlook.com
ICANN / Headquarters
The Internet Corporation for Assigned Names and Numbers.
Los Angeles, California, United States.
12025 Waterfront Drive, Suite 300 Los Angeles, CA 90094 US.
Power By The Internet Corporation for Assigned Names and Numbers. (ICANN)