ডোমেইন ইনভেস্টমেন্ট নিয়ে পর্যাপ্ত পড়াশোনা না করে ইনভেস্ট করতে গেলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে। এই ছাড়া এই ধরনের লক্ষ উদাহরণ রয়েছে ডোমেইন বিষয়ে পর্যাপ্ত প্র্যাকটিস বা পড়াশোনা না করলে এই ধরনের ধরা খেতে হবে।
ডোমেইন ক্রয় করার আগে এক ব্যক্তি সেটির অতীত ইতিহাস রেকর্ড চেক না করেই ক্রয় করে ফেলেছিল, ফলাফল হিসেবে পরবর্তীতে তিনি দেখতে পান সেটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে Domain টি আগে থেকে ব্লক করা আছে, পরবর্তীতে তিনি হতাশ হয়ে পড়েন এবং একটি গ্রুপের বিষয়টি পোস্ট করেন নিচে তার স্ক্রিনশট দেওয়া হল । এই ধরনের হাজারো সমস্যা আমাদের কাছে প্রতিনিয়ত আসে ।
একটি ওয়েভসাইট এর যে নাম টি থাকে সেটি বলা হয় ডোমেইন। একটি ডোমেইন ই হল ওয়েভসাইটের প্রান। যেমন ফেইসবুক.কম, গুগল.কম, অ্যামাজন.কম, আলিবাবা.কম। ঢারাজ.কম ইত্যাদি ইত্যাদি হচ্ছে ডোমেইন। একটি প্রতিস্ঠানে ব্যান্ড ভ্যালু তৈরী হয় ডোমেইন বা নাম এর উপর ভিত্তি করে, । Apex, Bata, Lotto এগুলো সবই একটি ব্যান্ড, এক একটি ডোমেইন। আপনার ব্যবসায় জন্য একটা নাম আপনি পছন্দ করলেন, আজকে হয়তো আপনার সেই নাম বা ডোমেইনটি ছোট পরিসরে আছে, ধীরে ধীরে একদিন বড় প্রতিস্ঠান হয়ে দাঁড়াবে। তখন মানুষ সেই প্রতিস্ঠানের নাম বা ডোমেইন বললেই এক নামে চিনতে পারবে। কপি বা অন্য ব্রান্ডের সাথে মিলে যায় এমন নাম নির্বাচন করবেন না। অনেকে Apex , konka এর জনপ্রিয়তা দেখে, Apox, Kanka রাখে। এই ধরণের নাম নির্বাচন করলে, আপনি কোন দিনও নিজের প্রতিষ্ঠানের ব্রান্ড ভ্যালু তৈরি করতে পারবেন না।
তিনি দেশের স্বনামধন্য established কিছু hosting কোম্পানির এর ডটনেট ক্রয় করে রেখেছিল, তাও আবার ২০৩২ সাল পর্যন্ত৷ কোম্পানিগুলোকে তিনি আবার ইমেইল ও করেছিল সেগুলো ক্রয় করার জন্য। কোম্পানি তো ডট কম নিয়ে অনেক আগে মার্কেটে প্রতিস্ঠিত। সেই ডুমেইনার ভেবেছিল এগুলো উচ্চ মূল্যে সেসব হোস্টিং প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করবে। মূলত জ্ঞানের অভাবে তার এই অবস্থা। হোস্টিং কোম্পানী গুলো তো আর তার মতই মহা অপদার্থ না।
তিনি বর্তমানে অতি অল্প মূল্যে সেগুলো বিক্রয় করার জন্য পোস্ট করেছেন দর্শকরা বা ভিউয়াররা সেগুলো দেখে বা সে হোস্টিং কোম্পানির মালিকপক্ষ দেখে হাহা রিয়েক্ট দিয়েছেন এবং একই সাথে হাস্যকর কমেন্ট রয়েছে। হাতুড়ি ডাক্তার আর পাশ করা ডাক্তার মধ্যে তো প্রার্থক্য থাকবেই।
তাই যর্থার্থ প্রাকটিস, পড়াশোনা না করে মাঠে নেমে গেলে বা ইনভেস্ট করতে গেলে তো ক্ষতির সম্মুখীন হবেন নিশ্চিত।
বিশেষ দ্রষ্টব্য: সেখানে দুটি অংশ দেখতে পাবেন , প্রথম অংশ ডোমেইন নিয়ে, দ্বিতীয় অংশ হোস্টিং নিয়ে ,আপনি শুধুমাত্র প্রথম অংশ সে ডোমেইন বিষয়টি দেখুন।